Tuesday, October 6, 2020

Google এর বিকল্প ১১ টি সার্চইন্জিন যা আপনার Search experience কেই পাল্টে দিতে পারে ।

 সার্চইন্জিন মানেই আমরা সাধারনত Google কেই বুঝে থাকি,কিন্তু আপনি জানেন কি গুগল (Google) ছাড়াও আরো ১৫০+ সার্চইন্জিন (search engine) রয়েছে পৃথীবিতে।Google এর গতানুগতিক সার্চের বাইরে এইসব Search engine আপনাকে সার্চের ক্ষেত্রে একটু ভিন্ন স্বাদ দেবে।Google সার্চ এখনো এমন অনেক কিছু দেখাতে পারেনা যা অন্যান্য Search engine আপনাকে Search result এ দেখাবে।এখানে আপনি একটু ভিন্ন স্বাদ পাবেন।

Google এর বিকল্প ১১ টি সার্চইন্জিন যা আপনার Search experience কেই পাল্টে দিতে পারে ।
 Google এর বিকল্প ১১ টি সার্চইন্জিন যা আপনার Search experience কেই পাল্টে দিতে পারে ।

তো চলুন দেখে নেওয়া যাক Google এর বিকল্প কিছু Search engine যা ব্রাওজিং এর ক্ষেত্রে আপনাকে এক নতুন মাত্রা এনে দেবে।যেকোন কিছু সার্চের ক্ষেত্রে আপনি গুগল থেকে একেবারে ভিন্ন রকমের রেজাল্ট পাবেন। তারমানে এই নয় যে আপনি Google সার্চ একেবারে বাদ দিয়ে দিবেন।

 Google বিকল্প ১১ টি সার্চইন্জিন যা আপনার Search experience কেই পাল্টে দিতে পারে ।

  1. Ecosia: ইকোশিয়া ব্রাওজার পৃথিবীব্যাপি বৃক্ষরোপন করে থাকে তার প্রফিটের ৮০% অর্থ ব্যায় করে।তারা অবদান রাখে সবুজ পৃথিবী নির্মানে।The Search Engine That Plants Trees।তাই আপনি জনসেবা করতে পারেন ব্রাওজার টি ডাওনলোড করে।ডাওনলোড করে নিন এখান থেকে
  2. Peekier:  তাদের স্লোগান-Privacy,Security,and No Tracking এবং made popular by DuckDuckGo।এই ব্রাওজারটি আপনার পার্সনাল ইনফর্মেশন কখনোই Track করেনা গুগলের মতো।এর বৈশিষ্টই হচ্ছে ফাষ্ট ব্রাওজিং।ডাওনলোড করে নিন
  3. SearchTeam: এক কথায় সার্চ টিমকে বলতে পারি  Collaborative Search Engine। ভালো সার্চ রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে যারা সময় বাচাতে চায় তাদের জন্য এটি বেষ্ট Search engine।কিনতু এটি গুগলের মতো এতটা ফ্রী নয়।ডাওনলোড করে নিন
  4. Kiddle: Search Engine for Children।কিডেল হলো সত্যিকারের ফ্যামিলি ফ্রেন্ডলি সার্চইন্জিন।এটা গুগলের অফিশিয়াল কিডস প্রোডাক্ট।তাই আপনার শিশুর জন্য এটিা নিশ্চিন্তে ব্যাবহার করতে পারেন।এটি সম্পুর্ন ভাবে কিডসদের জন্য ডিজাইন করা হয়েছে।ডাওনলোড করে নিন
  5. Qwant: কুয়ান্ট ব্রাওজারের এর স্লোগানই হলো Keep Your Privacy।এটি একটি ভিজুয়াল সার্চ ইন্জিন।আইডি দিয়ে লগইন করলে ট্রাকিংএর স্বীকার হবেন না।Microsoft Bing এই সার্চইন্জিনটি ইউটিলাইজ করে থাকে।ডাওনলোড করুন
  6. Yippy: বাধনহীন উদ্যাম সার্চের জন্য সেরা হলো ইয়াপ্পি । মানে Declutter Your Search ।  এর প্রাচীন নাম ছিল Clutsy  ।ডাওলোড করে নিন এখুনি।                                                        
  7. Giphy: For All Your GIF Search Needs। স্লোগান দেখেই বুঝে গেছেন হয়তো এই ব্রাওজারটির মাধ্যমে আপনি কি ধরনের সুবিধা পাবেন।GIF সম্পর্কিত সমস্ত কিছু আপনি এখানে ভালো ভাবে খুজে পাবেন।এককথায় এ্যানিমেটেড ওয়াল্ড আপনার দুয়ারে হাজির,এই Giphy ব্রাওজারের মাধ্যমে।ইন্টারেস্টেড হলে ডাওনলোড করে নিন এখান থেকে।
  8. JustWatch:জাষ্ট ওয়াচ এর স্লোগান হলো Find What's Streaming মানে আনলিমিটেড স্ট্রিমিং প্লাটফর্ম।যেমন আইএমবিডি,রোটেন ইত্যাদি।অল পিপুলার ভিডিও প্লাটফর্ম।আপনার পছন্দ মতো স্ট্রিমিং করতে এখনই ডাওলোড করে নিন
  9. Thangs:এক কথায় বলা যায় A great community of 3d designer ।যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন কিংবা থ্রি ডি ডিজাইন নিয়ে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য এই ব্রাওজারটি সেরা।আপনি এখানে পেতে পারেন-Find 3D Printable Models related all grephics works.So ভালো লাগলে ব্রাওজারটি এখনই ডাওনলোড করে নিতে পারেন
  10. NASA Images:এই Browser টিকে আসরা আখ্যায়িত করতে পারি The World's Largest Stock of Space Photos,তাহলে বুঝতেই পারছেন এই ব্রাওজারটি কারা কেন পছন্দ করবেন?স্যাটেলাইট ্এবং মহাকাশ সম্পর্কিত সকল প্রকার ছবি ভিডিও পেতে চাইলে ফ্রিতে এখনই ডাওনলোড করে নিন ব্রাওজারটি
  11. Ludwig:ব্র্রাওজারটিকে এক কথায় আমরা বলতে পারি A Linguistic Search Engine।গুগল ট্রান্স্লেটের বিকল্প হিসেবে আমরা এটিকে ব্যবহার করতে পারি।তবে এটি Google translate এর থেকেও অনেক বেশি এ্যাডভান্স।আপনি যদি এ্যাডভান্স লেভেলের অনুবাদক হিসেবে কাজ করতে পছন্দ করেন তবেে এই ব্রাওজারটি আপনার জন্য সেরা।ডাওনলোড করে নিন
আপনি যদি আপনার Search experience কে আরো ইমপ্রূভ করতে চান কিংবা যদি আপনার সার্চ রেজাল্টে আরো ভিন্ন স্বাদের কিছু দেখতে চান তাহলে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী গুগল ছাড়াও অন্য একটি ব্রাওজার বেছে নিতে হবে। Google এর বিকল্প ১১ টি সার্চইন্জিন যা আপনার Search experience কেই পাল্টে দিতে পারে ।তালেই আপনি গতানুগতিক জ্ঞানের বাইরেও আরো অনেক কিছু জানতে পারবেন।পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।ভালো লাগলে শেয়ার করবেন আপনার শোষাল মিডিয়ায়।


No comments:

Post a Comment

একটি সফল NFT(এনএফটি) প্রজেক্ট ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস।।

একটি সফল এনএফটি ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস অনেক এনএফটি নির্মাতা এবং ডিজিটাল শিল্পীরা মনে করেন যে তাদের যা করতে হবে তা হ'ল একটি...