Friday, September 4, 2020

১৩ উপায়ে মোবাইল বা পিসির ইন্টারনেট স্পীড বাড়িয়ে নিন এখুনি ।

বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহার করেন না এমন লোক পাওয়া যাবে হাতে গোনা।ওয়ার্ক ফ্রম হোমের এই যুগে  পুরো পৃথিবীর কমি্উনেকেশন সিষ্টেমটাই চলছে এখন ইন্টারনেটের উপর নির্ভর করে।অনলাইনে কাজের ক্ষেত্রে ইন্টারনেটের স্পিডটা খুবই গুরুত্বপূর্ন ।বর্তমানে Facebook Twitter ব্যবহার থেকে শুরু করে ঘরে বসে ফ্রীল্যানসিং.অনলাইনে কেনকাটা,অনলাইনে চাকরীর দরখাস্ত,অনলাইন স্টাডি এ্যনালাইসিস, অফিসআদালত ব্যাংক-বীমা সমস্ত ক্ষেত্রে কাজ কাজের গতিশীলতা আনতে  ইন্টারনেটের  বিকল্প নেই।তাই ইন্টারনেটের স্পীড যত বেশি কাজের গতিও তত বেশি হবে।অল্প সময়ে বেশি কাজ করা যাবে।
https://tech-tweet24.blogspot.com
১৩ উপায়ে মোবাইল বা পিসির ইন্টারনেট স্পীড বাড়িয়ে নিন এখুনি ।

স্লো ইন্টারনেট স্পীড আপনার কাজকর্ম ডাওন করে দিয়েছে? আপনার ইন্টানেটের গতি বাড়ানোর জন্য আমাদের টিপস অনুসরণ করুন, বা যদি আপনি মনে করেন যে স্যুইচ করার সময় এসেছে।
আপনার ইন্টারনেট শামুকের গতিতে চলার চেয়ে হতাশার আর কিছু নেই। ওয়েব পৃষ্ঠাগুলি চিরকাল লোডিং হতে থাকে এবং গেমস এবং স্ট্রিমিং পরিষেবাগুলির অভিজ্ঞতা হয় আরো বাজে।ঘরে বসে কাজ করাও অনেক বেশি কঠিন করে তোলে।তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া হয়ে ওঠে অতি জরুরি।

১৩ উপায়ে মোবাইল বা পিসির ইন্টারনেট স্পীড বাড়িয়ে নিন এখুনি ।


  1.  আপনার ব্রাউজারের ক্যাশ /হিস্টরি/জাংক ফাইলগুলি পরিস্কার করুন তাতে আপনার মোবাইল বা পিসির ইন্টারনেট স্পীড বেড়ে যাবে। 
  2.  পিসিতে একটি ভাইরাস / ম্যালওয়্যার স্ক্যানার ইনস্টল করুন।
  3. আপনার মোবাইল বা কমপিউটার এর সফটওয়ার আপটুডেট রাখুন ।
  4. আপনার রাউটার প্রতিস্থাপন করে দেখুন তাতে ভালো কাজ হবে।
  5. আপনার রাউটার প্রতিদিন ১০ মিনিট করে বন্ধ রাখতে পারেন যা আপনার মোবাইল বা পিসির ইন্টারনেট স্পীড বাড়িয়ে দেবে।
  6. আপনার পিসি বা মোবাইল Restart করুন নেটস্পীড বাড়াতে ।
  7. আপনার পিসি বা মোবাইলের অপ্রয়োজনীয় টুলবার,এক্সটেনসন,এপস ডিলিট করুন বা বন্ধ করে রাখতে পারেন।
  8.  পিসিতে এ্যাড ব্লকার ব্যবহারের মাধ্যমে নেট স্পীড বাড়াতে পারেন।
  9. Clean master ব্যবহার করে মেমোরি ক্লিন করুন।তাতে ভালো ফল পাবেন।
  10. আপনার ব্রাউজার আপডেট করে মোবাইল বা পিসির ইন্টারনেট স্পীড বাড়িয়ে নিন।
  11. Windows re-install করতে পারেন।
  12. Wi-Fi এর পরিবর্তে ইথারনেট সেটিংস ব্যবহার করুন।
  13. মোবাইল বা পিসির ইন্টারনেট স্পীড বাড়িাতে ব্রাওজারের অটোমেটিক  বিজ্ঞাপনগুলি ব্লক করুন।
  14. একটি "ক্যাশ ক্লিয়ার" প্লাগইন ইনস্টল করুন।
উপরোক্ত উপায় গুলোর মাধ্যমে আপনি আপনার মোবাইল বা পিসির ইন্টারনেট স্পীড খুব সহজে বাড়িয়ে নিতে পারেন।ভালো থাকবেন । ভালো লাগলে পোষ্ট টি আপনার শোষাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। 


No comments:

Post a Comment

একটি সফল NFT(এনএফটি) প্রজেক্ট ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস।।

একটি সফল এনএফটি ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস অনেক এনএফটি নির্মাতা এবং ডিজিটাল শিল্পীরা মনে করেন যে তাদের যা করতে হবে তা হ'ল একটি...