Tuesday, October 6, 2020

Google ড্রাইভের ৬টি Settings যা এখনই আপনার পালটে ফেলা উচিত ।

ইন্টারনেট ব্যবহার কারী প্রায় প্রত্যেকেই Google (Drive) ড্রাইভ সম্পর্কে জানেন কিংবা ব্যবহারও করে থাকেন।ড্রাইভ ব্যবহারকারীরা ভালো করেই জানেন এই Google ড্রাইভ কতটা কাজে লাগে আমাদের।বিভিন্ন গুরুত্বপুর্ন ডকুমেন্ট,ছবি,ফাইল,অডিও,ওয়ার্ড,এক্সেল,পাওয়ারপয়েন্ট সহ আরো বিভিন্ন ধরনের ফাইল আমরা নিরাপদে এবং ফ্রীতে Google ড্রাইভের অনলাইন স্টোরেজে সংরক্ষন করে রাখতে পারি আজীবনের জন্য।পৃথিবীর যেকোন জাগা থেকে Google ড্রাইভে প্রবেশ করে আমাদের আপলোডকৃত ফাইল গুলো দেখতে পারি,আপডেট/ইডিট করতে পারি,শেয়ার করতে পারি।এছাড়াও আরো বিভিন্ন কাজ করতে পারি।তাই Online file storage & share এর জন্য Google ড্রাইভের কোন বিকল্প নেই।

Google ড্রাইভের ৬টি Settings যা এখনই আপনার পালটে ফেলা উচিত ।
Google ড্রাইভের ৬টি Settings যা এখনই আপনার পালটে ফেলা উচিত ।

  1. You can Use Drive file offline: এই অপশনে আপনি offline এ ফাইল ইউজ করতে পারবেন।তবে যখন নেট কানেক্ট হবে তখন অটোমেটিক ডাটা sync হয়ে যাবে ,তার জন্য আপনার কিছুই করতে হবেনা।অফলাইনে শুধু আপনার পছন্দের ফাইলগুলো Drag & Drop করে রাখবেন।যখনি নেট কানেকশন পাবে তখন অটোমেটিক আপলোড শুরু হয়ে যাবে।
  2. Set autometic Backup Your Phone data: Google ড্রাইভের এই Settings টি আপনাকে আপনার ফোনের বিভিন্ন ফাইল ব্যাকআপের সুবিধা দিবে।যেমন SMS,Message,Device setting,Contacts,etc।আপনার ফোনটি হারিয়ে বা নষ্ট হয়ে গেলে তখন আপনি সহজেই আপনার গুরুত্বপুর্ন তথ্য ফেরৎ পেয়ে যাবেন।Settings টি এখনই পালটিয়ে নিতে পারেন Settingsটি। Menu icon >Settings > Backup and reset >Back up to Google Drive  ।
  3. Make a default Document folder: আপনি চাইলে ডিফল্ট ডকুমেন্ট ফোল্ডারকে কাষ্টোমাইজ করে নিতে পারবেন,ফাইলের নাম ও লোকেশন চেন্জ করে।Google ড্রাইভ তা সেভ করে রাখবে।Google ড্রাইভের এই পশন টি আপনাকে ফাইল এলোকেশনে সহায়তা করবে।
  4. Change Notification settings: Google ড্রাইভের এই Settings টি আপনাকে আপনার পছন্দমতো নোটিফিকেশন পেতে সাহায্য করবে। আপনি চাইলে Notification এনাবেল বা ডিজএ্যাবেল করেও রাখতে পারবেন আপনার পছন্দ মতো।Settings >Notification ।
  5. Set your Primary Gmail address:আপনার প্রাইমারি Primary gmail address সেট করে নিতে পারেন মেনু অপশন থেকে।তাহলে গুগল আপনার প্রাইমারি মেল এ্যাড্রেসটাকে গ্রহন করবে এবং ফাষ্ট প্রায়েরিটিতে ব্যাকআপ দিবে।এজন্য মাল্টিপল এড্রেস ব্যবহার নাকরে প্রাইমারি এড্রেস ব্যবহার করুন Settings অপশন থেকে।
  6. Check Linked App permission: আপনি চেক করে দেখুন আপনার Google Drive এর সাথে কোন এপ লিংক করা আছে কিনা? লিংক করা থাকলে চেক করে দেখুন এপটি কি ধরনের তথ্য আপনার ড্রাইভ থেকে ব্যবহার করছে?অপ্রয়োজনীয় মনে হলে রিমুভ কর দিন এখনই।ফলে আপনার তথ্য সুরক্ষিত থাকবে হ্যাকিং হওয়ার থেকে।যেভাবে করবেন-Settings>Manage apps>Disconnect from Drives >Dlete Hidden app data।
আশা করি আপনি উপোরক্ত আলোচনার মাধ্যমেই বুঝতে পেরেছেন Google Drive এর উল্লেখিত ৬টি Settings  এখনই চেন্জ করা আপনার জন্য কতটা আবশ্যক।

No comments:

Post a Comment

একটি সফল NFT(এনএফটি) প্রজেক্ট ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস।।

একটি সফল এনএফটি ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস অনেক এনএফটি নির্মাতা এবং ডিজিটাল শিল্পীরা মনে করেন যে তাদের যা করতে হবে তা হ'ল একটি...