Sunday, April 12, 2020

বিকাশ একাওন্ট করুন ঘরে বসেই আপনার মোবাইল দিয়ে খুব সহজেই ৩ মনিটে ।

যেভাবে আপনি ঘরে বসেই আপনার বিকাশ একাওন্ট করবেন :-

  •  এখান থেকে বিকাশ এপটি ডাওনলোড করে নিন-এখানে ক্লিক করুন 
  •  এবার আপনার মোবাইলে বিকাশ এপটি ওপেন করুন-নিচের ছবির মতো আসবে । 
  • ”লগ ইন” বা ”রেজিষ্ট্রেশন” এর  উপর ক্লিক করুন ।
  • এবার বিকাশ একাওন্টের জন্য মোবাইল নাম্বার টি দিন তারপর নিচের ”পরবর্তী” বা তীর চিহ্নের উপর ক্লিক করুন এবং  ৩ সেকেন্ড অপেক্ষা করুন।
  • এখন অটোমেটিক ভেরিফিকেশন কোড আসবে আপনার কিছু করতে হবেনা ।
  • এবার আপনার মোবাইল অপারেটরের লোগো সিলেক্ট করুন নিচের  ছবির মতো করে        ।
  • ভাষা সিলেক্ট করুন “ বাংলা “ কিংবা “ English " আপনার পছন্দ মতো  ।     
  • Terms & condition বা ”নিয়ম ও শর্তাবলী” তে I agree- ” ক্লিক করে  দিন ঠিক আছে ।
  •  ”এন আই ডি এর ছবি তুলুন” এর উপর ক্লিক করুন ।
  • এবার আপনার  NID Card বা ভোটার কার্ডের সামনে এবং পিছন পাশের ছবি তুলতে হবে ।তারপর কনফার্ম করে দিন ।
  • এবার সাবমিট করে দিন ।
  • এখানে আপনার এন আই ডি বা ভোটার কার্ড এর সব তথ্য দেখাবে ঠিক থাকলে নিচের তীর চিহ্নে ক্লিক করুন ।
  • এখানে কিছু সাধারন তথ্য পূরন করুন । নিচের ”পরবর্তী” বা তীর চিহ্নের উপর ক্লিক করুন ।
  • এবার আপনাকে একটি ছেলফি বা ”Take a Photo” এর উপর ক্লিক করে আপনার নিজের একটি ছবি তুলতে হবে
  • এবার ”কনফার্ম” এ ক্লিক করলেই আপনার কাজ শেষ ।

শেষ ধাপ- এবার ডায়াল করুন   *247# 

⇨ 1 Active mobile menu সো করলে বা দেখালে-
⇨ 1  / ওয়ান লিখে সেন্ড করুন ।
 Enter a 5 sigit new pin
 এবার এখানে আপনার গোপন ৫ সংখ্যার পিন নম্বর টি দিন এবং Send চাপুন । যেমন-১২৩৪৫-এটা ব্যবহার করবেননা ।বোঝানোর জন্য লেখা হইছে ।
আবারও আগের ৫ সংখ্যার পিন নম্বর টি দিন এবং কনফার্ম  করুন।
আপনার একাওন্ট কমপ্লিট ।এখনই লেনদেন করতে পারবেন ।পরিক্ষামুলক ভাবে বিকাশের দোকানে গিয়ে ১০০ /৫০ টাকা ভরে চেক করে দেখুন । ধন্যবাদ । ভাল লাগলে ফেজবুকে শেয়ার করবেন  এই লেখাটি।

যেভাবে আপনার বিকাশ  একাওন্ট করবেন- ভিডিওটি দেখতে-ক্লিক করুন


* আপনার পিন নম্বরটি সব সময় গোপন রাখুন
সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন হবার পর আপনার মোবাইল নম্বরটি একটি বিকাশ একাউন্ট নম্বর হিসেবে গণ্য হবে। আপনার বিকাশ একাউন্ট এর মাধ্যমে প্রাথমিক ভাবে মোবাইল রিচার্জ, ক্যাশ ইন এবং টাকা গ্রহণ সেবা ব্যবহার করতে পারবেন। তবে, আপনার KYC ফরম এর তথ্য যাচাই হয়ে গেলে, ৩-৫ কার্যদিবসের মধ্যে আপনি “ক্যাশ আউট”, “ মোবাইল রিচার্জ “, “পেমেন্ট” এবং বিকাশ এর  অন্যান্য সেবা সমূহ উপভোগ করতে পারবেন। আপনার একাউন্টটি সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার পর *247# ডায়াল করে দিন রাত ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন বিকাশের সেবা ব্যবহার করতে পারবেন। একজন গ্রাহক বিকাশ সেন্টার অথবা বিকাশ কেয়ার থেকে একাউন্ট খুললে সাথে সাথে বিকাশ এর সকল সেবা উপভোগ করতে পারবেন। 
information source -click


No comments:

Post a Comment

একটি সফল NFT(এনএফটি) প্রজেক্ট ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস।।

একটি সফল এনএফটি ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস অনেক এনএফটি নির্মাতা এবং ডিজিটাল শিল্পীরা মনে করেন যে তাদের যা করতে হবে তা হ'ল একটি...