আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা না বুঝেই হ্যাকারদের দেয়া ফিশিং লিংকে ক্লিক করে ফেসবুক হ্যাকিং এর শিকার হয়ে গেছেন। এজন্য আমাদের সবার হ্যাক হওয়া ফেজবুক একাউন্ট ফেরত আনার নিয়ম জেনে রাখলে ভবিষ্যতে কাজে লাগতে পারে।আপনি যদি নিচের ধাপ গুলো অনুসরন করতে পারেন, তবে আশা করি আপনি সাথে সাথে আপনার Facebook একাউন্ট ফেরত পাবেন। হ্যাক হওয়া Facebook এ্যাকাওন্ট যেভাবে সহজেই রিকভার করবেন।
- Step-1: আপনি সর্ব প্রথম এই লিঙ্কে যান facebook/hacked
![]() |
হ্যাক হওয়া Facebook এ্যাকাওন্ট যেভাবে সহজেই রিকভার করবেন। |
- Step-2:'My account is compromised' বাটনে ক্লিক করুন।
![]() |
হ্যাক হওয়া Facebook এ্যাকাওন্ট যেভাবে সহজেই রিকভার করবেন। |
- Step-3:আপনার হ্যাক হওয়া একাওন্টের মোবাইল নম্বর/ইমেইল এ্যাড্রেস দিন।
- আপনার হ্যাক হওয়া একাউন্ট এর ইনফরমেশন চাইবে এখানে। আপনার প্রদত্ত তথ্য সঠিক হলে আপনার একাউন্ট পাওয়া যাবে এভাবে এখন This is My Account এ ক্লিক করুন।
ওপরে ক্লিক করার পর আপনার পুরাতন পাসোয়ার্ড টি চাইবে/কিংবা ফেজবুক আপনার প্রোফাইল রিলেটেড কিছু সিকিউরিটি কোশ্চেন করতে পারে,এগুলোর সঠিক উত্তর করতে পারলে আপনি সহজেই আপনার একাওন্ট ফেরৎ পেয়ে যাবেন।
এখানে আপনার পুরাতন পাসোয়ার্ড টি দিয়ে কন্টিনিউ করুন। আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে। তার পরে কন্টিনিউ করে পরের স্টেপ গুলি পার করুন। সাধারনত পরের স্টেপে আপনার কাছ থেকে একটা নতুন পাসোয়ার্ড চাওয়া হবে। পরের ফর্ম গুল ঠিক ঠাক ফিলাপ করলে ফেসবুক থেকে আপনার একাউন্ট আবার ফেরত পেয়ে যাবেন।