Saturday, October 31, 2020

হ্যাক হওয়া Facebook এ্যাকাওন্ট যেভাবে সহজেই রিকভার (Recover) করবেন।

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা না বুঝেই হ্যাকারদের দেয়া ফিশিং লিংকে ক্লিক করে  ফেসবুক হ্যাকিং এর শিকার হয়ে গেছেন। এজন্য আমাদের সবার হ্যাক হওয়া ফেজবুক একাউন্ট ফেরত আনার নিয়ম জেনে রাখলে ভবিষ্যতে কাজে লাগতে পারে।আপনি যদি নিচের ধাপ গুলো অনুসরন করতে পারেন, তবে আশা করি আপনি সাথে সাথে আপনার Facebook একাউন্ট ফেরত পাবেন। হ্যাক হওয়া Facebook এ্যাকাওন্ট যেভাবে সহজেই রিকভার করবেন।

  • Step-1: আপনি সর্ব প্রথম এই লিঙ্কে যান facebook/hacked
হ্যাক হওয়া Facebook এ্যাকাওন্ট যেভাবে সহজেই রিকভার করবেন।
হ্যাক হওয়া Facebook এ্যাকাওন্ট যেভাবে সহজেই রিকভার করবেন।
  • Step-2:'My account is compromised' বাটনে ক্লিক করুন।
হ্যাক হওয়া Facebook এ্যাকাওন্ট যেভাবে সহজেই রিকভার করবেন।
হ্যাক হওয়া Facebook এ্যাকাওন্ট যেভাবে সহজেই রিকভার করবেন।
  • Step-3:আপনার হ্যাক হওয়া  একাওন্টের মোবাইল নম্বর/ইমেইল এ্যাড্রেস দিন।
  • আপনার হ্যাক হওয়া একাউন্ট এর ইনফরমেশন চাইবে এখানে। আপনার প্রদত্ত তথ্য সঠিক হলে আপনার একাউন্ট পাওয়া যাবে এভাবে এখন This is My Account এ ক্লিক করুন।

 ওপরে ক্লিক করার পর আপনার পুরাতন পাসোয়ার্ড টি চাইবে/কিংবা ফেজবুক আপনার প্রোফাইল রিলেটেড কিছু সিকিউরিটি কোশ্চেন করতে পারে,এগুলোর সঠিক উত্তর করতে পারলে আপনি সহজেই আপনার একাওন্ট ফেরৎ পেয়ে যাবেন।

এখানে আপনার পুরাতন পাসোয়ার্ড টি দিয়ে কন্টিনিউ করুন। আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে। তার পরে কন্টিনিউ করে পরের স্টেপ গুলি পার করুন। সাধারনত পরের স্টেপে আপনার কাছ থেকে একটা নতুন পাসোয়ার্ড চাওয়া হবে। পরের ফর্ম গুল ঠিক ঠাক ফিলাপ করলে ফেসবুক থেকে আপনার একাউন্ট আবার ফেরত পেয়ে যাবেন।

Tuesday, October 6, 2020

Google ড্রাইভের ৬টি Settings যা এখনই আপনার পালটে ফেলা উচিত ।

ইন্টারনেট ব্যবহার কারী প্রায় প্রত্যেকেই Google (Drive) ড্রাইভ সম্পর্কে জানেন কিংবা ব্যবহারও করে থাকেন।ড্রাইভ ব্যবহারকারীরা ভালো করেই জানেন এই Google ড্রাইভ কতটা কাজে লাগে আমাদের।বিভিন্ন গুরুত্বপুর্ন ডকুমেন্ট,ছবি,ফাইল,অডিও,ওয়ার্ড,এক্সেল,পাওয়ারপয়েন্ট সহ আরো বিভিন্ন ধরনের ফাইল আমরা নিরাপদে এবং ফ্রীতে Google ড্রাইভের অনলাইন স্টোরেজে সংরক্ষন করে রাখতে পারি আজীবনের জন্য।পৃথিবীর যেকোন জাগা থেকে Google ড্রাইভে প্রবেশ করে আমাদের আপলোডকৃত ফাইল গুলো দেখতে পারি,আপডেট/ইডিট করতে পারি,শেয়ার করতে পারি।এছাড়াও আরো বিভিন্ন কাজ করতে পারি।তাই Online file storage & share এর জন্য Google ড্রাইভের কোন বিকল্প নেই।

Google ড্রাইভের ৬টি Settings যা এখনই আপনার পালটে ফেলা উচিত ।
Google ড্রাইভের ৬টি Settings যা এখনই আপনার পালটে ফেলা উচিত ।

  1. You can Use Drive file offline: এই অপশনে আপনি offline এ ফাইল ইউজ করতে পারবেন।তবে যখন নেট কানেক্ট হবে তখন অটোমেটিক ডাটা sync হয়ে যাবে ,তার জন্য আপনার কিছুই করতে হবেনা।অফলাইনে শুধু আপনার পছন্দের ফাইলগুলো Drag & Drop করে রাখবেন।যখনি নেট কানেকশন পাবে তখন অটোমেটিক আপলোড শুরু হয়ে যাবে।
  2. Set autometic Backup Your Phone data: Google ড্রাইভের এই Settings টি আপনাকে আপনার ফোনের বিভিন্ন ফাইল ব্যাকআপের সুবিধা দিবে।যেমন SMS,Message,Device setting,Contacts,etc।আপনার ফোনটি হারিয়ে বা নষ্ট হয়ে গেলে তখন আপনি সহজেই আপনার গুরুত্বপুর্ন তথ্য ফেরৎ পেয়ে যাবেন।Settings টি এখনই পালটিয়ে নিতে পারেন Settingsটি। Menu icon >Settings > Backup and reset >Back up to Google Drive  ।
  3. Make a default Document folder: আপনি চাইলে ডিফল্ট ডকুমেন্ট ফোল্ডারকে কাষ্টোমাইজ করে নিতে পারবেন,ফাইলের নাম ও লোকেশন চেন্জ করে।Google ড্রাইভ তা সেভ করে রাখবে।Google ড্রাইভের এই পশন টি আপনাকে ফাইল এলোকেশনে সহায়তা করবে।
  4. Change Notification settings: Google ড্রাইভের এই Settings টি আপনাকে আপনার পছন্দমতো নোটিফিকেশন পেতে সাহায্য করবে। আপনি চাইলে Notification এনাবেল বা ডিজএ্যাবেল করেও রাখতে পারবেন আপনার পছন্দ মতো।Settings >Notification ।
  5. Set your Primary Gmail address:আপনার প্রাইমারি Primary gmail address সেট করে নিতে পারেন মেনু অপশন থেকে।তাহলে গুগল আপনার প্রাইমারি মেল এ্যাড্রেসটাকে গ্রহন করবে এবং ফাষ্ট প্রায়েরিটিতে ব্যাকআপ দিবে।এজন্য মাল্টিপল এড্রেস ব্যবহার নাকরে প্রাইমারি এড্রেস ব্যবহার করুন Settings অপশন থেকে।
  6. Check Linked App permission: আপনি চেক করে দেখুন আপনার Google Drive এর সাথে কোন এপ লিংক করা আছে কিনা? লিংক করা থাকলে চেক করে দেখুন এপটি কি ধরনের তথ্য আপনার ড্রাইভ থেকে ব্যবহার করছে?অপ্রয়োজনীয় মনে হলে রিমুভ কর দিন এখনই।ফলে আপনার তথ্য সুরক্ষিত থাকবে হ্যাকিং হওয়ার থেকে।যেভাবে করবেন-Settings>Manage apps>Disconnect from Drives >Dlete Hidden app data।
আশা করি আপনি উপোরক্ত আলোচনার মাধ্যমেই বুঝতে পেরেছেন Google Drive এর উল্লেখিত ৬টি Settings  এখনই চেন্জ করা আপনার জন্য কতটা আবশ্যক।

Google এর বিকল্প ১১ টি সার্চইন্জিন যা আপনার Search experience কেই পাল্টে দিতে পারে ।

 সার্চইন্জিন মানেই আমরা সাধারনত Google কেই বুঝে থাকি,কিন্তু আপনি জানেন কি গুগল (Google) ছাড়াও আরো ১৫০+ সার্চইন্জিন (search engine) রয়েছে পৃথীবিতে।Google এর গতানুগতিক সার্চের বাইরে এইসব Search engine আপনাকে সার্চের ক্ষেত্রে একটু ভিন্ন স্বাদ দেবে।Google সার্চ এখনো এমন অনেক কিছু দেখাতে পারেনা যা অন্যান্য Search engine আপনাকে Search result এ দেখাবে।এখানে আপনি একটু ভিন্ন স্বাদ পাবেন।

Google এর বিকল্প ১১ টি সার্চইন্জিন যা আপনার Search experience কেই পাল্টে দিতে পারে ।
 Google এর বিকল্প ১১ টি সার্চইন্জিন যা আপনার Search experience কেই পাল্টে দিতে পারে ।

তো চলুন দেখে নেওয়া যাক Google এর বিকল্প কিছু Search engine যা ব্রাওজিং এর ক্ষেত্রে আপনাকে এক নতুন মাত্রা এনে দেবে।যেকোন কিছু সার্চের ক্ষেত্রে আপনি গুগল থেকে একেবারে ভিন্ন রকমের রেজাল্ট পাবেন। তারমানে এই নয় যে আপনি Google সার্চ একেবারে বাদ দিয়ে দিবেন।

 Google বিকল্প ১১ টি সার্চইন্জিন যা আপনার Search experience কেই পাল্টে দিতে পারে ।

  1. Ecosia: ইকোশিয়া ব্রাওজার পৃথিবীব্যাপি বৃক্ষরোপন করে থাকে তার প্রফিটের ৮০% অর্থ ব্যায় করে।তারা অবদান রাখে সবুজ পৃথিবী নির্মানে।The Search Engine That Plants Trees।তাই আপনি জনসেবা করতে পারেন ব্রাওজার টি ডাওনলোড করে।ডাওনলোড করে নিন এখান থেকে
  2. Peekier:  তাদের স্লোগান-Privacy,Security,and No Tracking এবং made popular by DuckDuckGo।এই ব্রাওজারটি আপনার পার্সনাল ইনফর্মেশন কখনোই Track করেনা গুগলের মতো।এর বৈশিষ্টই হচ্ছে ফাষ্ট ব্রাওজিং।ডাওনলোড করে নিন
  3. SearchTeam: এক কথায় সার্চ টিমকে বলতে পারি  Collaborative Search Engine। ভালো সার্চ রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে যারা সময় বাচাতে চায় তাদের জন্য এটি বেষ্ট Search engine।কিনতু এটি গুগলের মতো এতটা ফ্রী নয়।ডাওনলোড করে নিন
  4. Kiddle: Search Engine for Children।কিডেল হলো সত্যিকারের ফ্যামিলি ফ্রেন্ডলি সার্চইন্জিন।এটা গুগলের অফিশিয়াল কিডস প্রোডাক্ট।তাই আপনার শিশুর জন্য এটিা নিশ্চিন্তে ব্যাবহার করতে পারেন।এটি সম্পুর্ন ভাবে কিডসদের জন্য ডিজাইন করা হয়েছে।ডাওনলোড করে নিন
  5. Qwant: কুয়ান্ট ব্রাওজারের এর স্লোগানই হলো Keep Your Privacy।এটি একটি ভিজুয়াল সার্চ ইন্জিন।আইডি দিয়ে লগইন করলে ট্রাকিংএর স্বীকার হবেন না।Microsoft Bing এই সার্চইন্জিনটি ইউটিলাইজ করে থাকে।ডাওনলোড করুন
  6. Yippy: বাধনহীন উদ্যাম সার্চের জন্য সেরা হলো ইয়াপ্পি । মানে Declutter Your Search ।  এর প্রাচীন নাম ছিল Clutsy  ।ডাওলোড করে নিন এখুনি।                                                        
  7. Giphy: For All Your GIF Search Needs। স্লোগান দেখেই বুঝে গেছেন হয়তো এই ব্রাওজারটির মাধ্যমে আপনি কি ধরনের সুবিধা পাবেন।GIF সম্পর্কিত সমস্ত কিছু আপনি এখানে ভালো ভাবে খুজে পাবেন।এককথায় এ্যানিমেটেড ওয়াল্ড আপনার দুয়ারে হাজির,এই Giphy ব্রাওজারের মাধ্যমে।ইন্টারেস্টেড হলে ডাওনলোড করে নিন এখান থেকে।
  8. JustWatch:জাষ্ট ওয়াচ এর স্লোগান হলো Find What's Streaming মানে আনলিমিটেড স্ট্রিমিং প্লাটফর্ম।যেমন আইএমবিডি,রোটেন ইত্যাদি।অল পিপুলার ভিডিও প্লাটফর্ম।আপনার পছন্দ মতো স্ট্রিমিং করতে এখনই ডাওলোড করে নিন
  9. Thangs:এক কথায় বলা যায় A great community of 3d designer ।যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন কিংবা থ্রি ডি ডিজাইন নিয়ে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য এই ব্রাওজারটি সেরা।আপনি এখানে পেতে পারেন-Find 3D Printable Models related all grephics works.So ভালো লাগলে ব্রাওজারটি এখনই ডাওনলোড করে নিতে পারেন
  10. NASA Images:এই Browser টিকে আসরা আখ্যায়িত করতে পারি The World's Largest Stock of Space Photos,তাহলে বুঝতেই পারছেন এই ব্রাওজারটি কারা কেন পছন্দ করবেন?স্যাটেলাইট ্এবং মহাকাশ সম্পর্কিত সকল প্রকার ছবি ভিডিও পেতে চাইলে ফ্রিতে এখনই ডাওনলোড করে নিন ব্রাওজারটি
  11. Ludwig:ব্র্রাওজারটিকে এক কথায় আমরা বলতে পারি A Linguistic Search Engine।গুগল ট্রান্স্লেটের বিকল্প হিসেবে আমরা এটিকে ব্যবহার করতে পারি।তবে এটি Google translate এর থেকেও অনেক বেশি এ্যাডভান্স।আপনি যদি এ্যাডভান্স লেভেলের অনুবাদক হিসেবে কাজ করতে পছন্দ করেন তবেে এই ব্রাওজারটি আপনার জন্য সেরা।ডাওনলোড করে নিন
আপনি যদি আপনার Search experience কে আরো ইমপ্রূভ করতে চান কিংবা যদি আপনার সার্চ রেজাল্টে আরো ভিন্ন স্বাদের কিছু দেখতে চান তাহলে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী গুগল ছাড়াও অন্য একটি ব্রাওজার বেছে নিতে হবে। Google এর বিকল্প ১১ টি সার্চইন্জিন যা আপনার Search experience কেই পাল্টে দিতে পারে ।তালেই আপনি গতানুগতিক জ্ঞানের বাইরেও আরো অনেক কিছু জানতে পারবেন।পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।ভালো লাগলে শেয়ার করবেন আপনার শোষাল মিডিয়ায়।


একটি সফল NFT(এনএফটি) প্রজেক্ট ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস।।

একটি সফল এনএফটি ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস অনেক এনএফটি নির্মাতা এবং ডিজিটাল শিল্পীরা মনে করেন যে তাদের যা করতে হবে তা হ'ল একটি...