আসসালামুআলাইকুম ।কেমন আছেন সবাই ? আশা করি ভালো । আজকে আমি আপনাদের সাথে নতুন আরেক টি বিষয় শেয়ার করবো,তবে বিষয় টি আগে থেকে যারা জানেন তাদের ও আজকের এই পোষ্ট টি বিস্তারিত পড়ার অনুরোধ করছি কারন কিছু তথ্য হয়তো আপনার অজানা থাকতে পারে ।টাইটেল দেখেই বুঝতে পারেছেন বিষয় সম্পর্কে ।এ কোম্পানিটি র স্লোগানই হলো তরুণদের সাশ্রয়ী মূল্যের "প্রযুক্তি" এবং "সৌন্দর্যের" বৈশিষ্ট্যযুক্ত একটি আনন্দময় জীবন এনে দেওয়া।
হ্যা অজকের বিষয় Realme মোবাইল ।
হ্যা অজকের বিষয় Realme মোবাইল ।
Realme কি কোন ব্র্যান্ড মোবাইল ?
Realme হলো বহুল জনপ্রিয় বিশ্বের শীর্ষস্থানীয় মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান OPPO এর একটি sub-brand বা সহযোগী প্রতিষ্ঠান ।চাইনীজ মোবাইল কোম্পানি OPPO ’REALME XT’ নামে ২০১৯ সালের ১৩ই সেপ্টেমবর এ India তে এই কোম্পানিটির যাত্রা শুরু করে ।এই কোম্পানীটির মূল লক্ষ হলো পৃথিবী ব্যপি তরুণ গ্রাহকদের জন্য ২০০০০/= টাকার নিচে সর্বোচ্চ মানের স্মার্ট ফোনের নিশ্চয়তা প্রদান করা । এরই মধ্যে REALME ব্র্যন্ডের মোবাইল তার ক্যামেরা,হাইস্পীড প্রসেসর, প্রিমিয়াম লুকিং এবং Built in Quality র জন্য ভোক্তাদের মন জয় করেছে ।
![]() |
Realme mobile :image credit realme |
Realme কেন তার গুনগত মানের তুলনায় সস্তা ?
Realme মোবাইল কেন তার গুনগত মানের তুলনায় সস্তা হয়ে থাকে? এই প্রশ্ন টা অনেকেরই মনে এসে থাকে । কিন্তু কোম্পানিটির ভাষ্য মতে তারা mediatek helio p60 chipset চিপসেট ভ্যবহারের কারনে তাদের ফোনটি সস্তা হয়ে থাকে।যদিও mediatek helio p60 chipset চিপসেট Qualcomm snapdragon চীপসেটের চেয়ে খারাপ নয় ।যদিও অধিকাংশ ভারতীয় এটা বিশ্বাস করেনা যে এর গুনগত মান সত্যিই এত ভালো ।
আরো পড়তে পারেন -
Realme এর গেমিং পারফরমেন্স কেমন ?
রিভিউ করে দেখা গেছে যে REALME ফোনের গেমিং পারফরমেন্স সত্যিই দুর্দান্ত । এককথায় অসাধারন । বিশেষ করে PUBG and Asphalt 9 এর মতো গেম গুলো কোন ল্যাগ ছারাই দারুন চলে ।দুর্দান্ত গ্রাফিকস এবং মসৃন গেম প্লে এক দারুন অনুভুতি এনে দেয় ।
এককথায় বলা যায় Realme is best Smartphone Brand due to its Quality and Durability of Phones as well as their after sales service.
Realme এর সংক্ষিপ্ত ইতিহাস ?
রিয়েলমে সর্বপ্রথম ২০১০ সালে চিনে (ওপ্পো রিয়েল হিসাবে) বিবি কে ইলেক্ট্রনিক্সের সহায়ক সংস্থা ওপ্পোর সাব ব্র্যান্ড হিসাবে উপস্থিত হয়েছিল এবং এটি ২০১ 2018 সালে অন্তর্ভুক্ত হয়েছিল।
জুলাই 30, 2018 এ, স্কাই লি চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে একটি স্বাধীন ব্র্যান্ড হিসাবে রিয়েলমে প্রতিষ্ঠার জন্য তার অভিপ্রায় ঘোষণা করে। তিনি বলেছিলেন যে ভবিষ্যতে, রিয়েলম ব্র্যান্ডটি মোবাইল ফোন সরবরাহের দিকে মনোনিবেশ করবে যা performance এবং আড়ম্বরপূর্ণ নকশাকে সংহত করে, তরুণদের সাশ্রয়ী মূল্যের "প্রযুক্তি" এবং "সৌন্দর্যের" বৈশিষ্ট্যযুক্ত একটি আনন্দময় জীবন এনে দেয়।
নভেম্বর 2018 এ, রিয়েলমে একটি নতুন লোগো চালু হয়েছিল এবং Intelligence Group, সিএমআর, 1 নম্বর উদীয়মান ব্র্যান্ড হিসাবে রিয়েলমে ঘোষণা করে ।
15 ই মে, 2019, রিয়েলমে X, রিয়েলমে এক্স লাইট এবং রিয়েলমে এক্স মাস্টার সংস্করণ চালু করে আনুষ্ঠানিকভাবে চীনা বাজারে প্রবেশের জন্য চীনের বেইজিংয়ে প্রথম সম্মেলন করে।
জুন 2019 এ, রিয়েলমে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় বাজারে প্রবেশের ঘোষণা দিয়েছে এবং 64৪ এমপি ক্যামেরায় এটির প্রথম ফটো শট পোস্ট করে।
জুলাই 2019 এর মধ্যে, রিয়েলমি সফলভাবে চীন, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপ সহ 20 টি বাজারে প্রবেশ করে।
international authoritative analysis একটি প্রতিবেদন অনুসারে, রিয়েলমের বিশ্বব্যাপী 4.2 মিলিয়ন ইউনিট নিবন্ধিত হয়েছে, যা বার্ষিক ৮৮৮% বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বের শীর্ষ দশটি মোবাইল ফোন প্রস্তুতকারকের মধ্যে পরিণত হয়েছে।
আগস্ট 2019 এর মধ্যে, রিয়েলমে বিশ্বজুড়ে 10 মিলিয়ন ব্যবহারকারী হয়েছে ।
তথ্য সূত্র :wikipedia
আমার Youtube channel ঘুরে আসতে পারেন :You-tube channel
No comments:
Post a Comment