IELTS (আইইএলটিএস) Test কি এবং কেন করবেন ?
আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের বিদেশে পড়তে যাওয়ার প্রচন্ড ইচ্ছা থাকে। ILTES বা অন্যান পরীক্ষার প্রয়োজনটা তখনই আসে। তাই ILTES পরীক্ষায় ভাল স্কোর খুবই জরুরী।ILTES হল The International English Language Testing System.আমরা সহজেই বলতে পারি “ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা” ।যারা পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা বা কাজ করতে যেতে চাই ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণের জন্য IELTS পরীক্ষা দিতে হয়।বিশেষ করে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড,যুক্তরাষ্ট্রের প্রায় তিন হাজার বিশ্ববিদ্যালয় ও কলেজসহ পৃথিবীর আরও অনেক দেশে পড়াশোনা বা কর্মসংস্থানের জন্য IELTS স্কোর দরকার হয়।তাই এখন IELTS আইইএলটিএস কি,কেন,কোথায় এবং কিভাবে করবেন? বিস্তারিত জেনে নিন।।
![]() |
IELTS আইইএলটিএস Test কি,কেন,কোথায় এবং কিভাবে করবেন? বিস্তারিত জেনে নিন।। |