আমাদের দৈনন্দিন জীবন অন্য কিছু ছাড়া চললেও একটি মোবাইল(mobile) ছাড়া কিন্তু একেবারেই অচল।(Charge your Mobile fast)বর্তমান সময়েে আমাদের কাছে মোবাইল দেহের একটি অংশের মতোই হয়ে গেছেে।এই মোবাইল/smartphone নিয়েই দিনের বেশির ভাগ সময় কেটে যায়।যদি এই অতি প্রয়োজনীয় বসতুটির চাজিং নিয়ে কোন সমস্যা হয় তাহলে ঝামেলা/চিন্তার অন্ত থাকেনা।দৈাড়াতে হয় সাড়াই খানায়,খরচ হয়ে যায় বেহুদা কিছু পয়সা।
![]() |
মোবাইল চার্জ হবে দ্রুত এই ৬ উপায়ে। |
আপনার ফোন কি চার্জ হতে সময় নেয়?(Fast Mobile Charging Tips)কিংবা আপনার ফোনের চার্জিং কি খুব স্লো।তাহলে আপনি এই ৫টি উপায়ে আপনার ফোনের চার্জ দ্রুত বাড়াতে পারেন।বাচাতে পারেন সময় এবং বিদ্যুৎ খরচা।তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি সহজ উপায়ে আপনার মোবাইল চার্জিং টাইম কমিয়ে ব্যাটারির ব্যাকআপ টাইম বাড়াতে পারেন।
🔋🔋মোবাইল চার্জ হবে দ্রুত এই ৬ উপায়ে।
- Low grade accessories:লো গ্রেড বা খারাপ এসোছরিজের কারনেই মূলতো আপনার চার্জিং এ কিংবা আপনার মোবাইল সেটেরও অন্য সমস্যার কারন হতে পারে।তাই Low charging এর সমস্যা থেকে মুক্তি পেতে সবসময় বিস্বস্ত এবং ভালো দোকান থেকে ব্যাটারি কিংবা চার্জার সংগ্রহ করার চেষ্টা করবেন।তাহলেই আপনার স্মার্টফোনের চার্জিং সমস্যা থাকার কথা নয়।
- Old age battery:খেয়াল রাখবেন আপনার স্মার্ট ফোনের Battery যদি বেশ পুরানো হয়ে থাকে তবে সেক্ষেত্রে মোবাইল চার্য হতে দীর্ঘ সময় নিতে পারে।তাই ব্যাটারি দ্রুত চার্য করতে এবং ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে চাইলে পুরান ব্যাটারিটি পালটিয়ে ফেলাই উচিত।
- Port issues:মোবাইলের চার্জিং(Mobile charging) পোর্ট সমস্যার কারনেও অনেক সময় ব্যাটারির চার্জ ঠিকমতো হয়না কিংবা হলেও অনেক সময় লাগে।তাই খেয়াল করে দেখুন মোবাইলের চার্জিং পোর্টে কোন ডাস্ট জমেছে কিনা?কিংবা লুজ আছে কিনা?তাহলে কটনবার্ড দিয়ে ময়লা পরিস্কার করে একটু টাইট দিয়ে নিন।দেখুন এবার মোবাইল ব্যাটারি দ্রুত চার্জ হচ্ছে।
- Background apps:অনেকসময় মোবাইলের ব্যাকগ্রাওন্ডে বেশি এপস রানিং থাকলেও আপনার মোবাইলের চার্জ হতে দেরি হয় কিংবা চার্জ হতে চায়না কিংবা হলেও বেশিক্ষন চার্জ থাকেনা।তাই মোবাইলের চার্জ দ্রুত করতে চাইলে ব্যাকগ্রাওন্ডের এপস গুলো সেটিংসে(Settings) গিয়ে বন্ধ করে দিন। তাহলে দেখবেন ব্যাটারি দ্রুত চার্জ হচ্ছে।খেয়াল করে দেখবেন আগের থেকে বেশি সময় মোবাইলের চার্জ থাকছে।
- Phone using while charging: মোবাইল চার্জ করার সময় যদি আপনি মোবাইল টি ব্যবহার করতে থাকেন তাহলে ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পরে ফলে চার্জিং স্পীড কমে যায়।চার্জ হতে সময় অনেক বেশি নিতে পারে।তাই মোবাইল দ্রুত চার্জ করাতে চাইলে চার্জিং এর সময় মোবাইল ব্যবহার বন্ধ রাখুন।দেখবেন আপনার মোবাইলটি এবার দ্রুত চার্জ হচ্ছে।আপনার মোবাইল এর পাওয়ার বাটন অফ করে চার্জ দিলে দ্রুত চার্জ হবে।
- Stop Other Service: উপরোক্ত কারন ছাড়াও আরো বিভিন্ন কারনে আপনার মোবাইলের চার্জ হওয়া এবং থাকার বিভিন্ন সমস্যা হতে পারে।যেমন wifi/data connection,Blue tooth,hotspot,extra brightness,এত্যাদি সার্ভিস গুলো অন করা থাকলেও আপনার মোবাইলের চার্জিং এর সমস্যা এবং ব্যাটারির ব্যাকআপও কম পাবেন।কারন এইসব সার্ভিস গুলো প্রচুর পরিমানে ব্যাটারির শক্তি ক্ষয় করে। তাই খেয়াল রাখুন যাতে প্রয়োজন ছাড়া এই সমস্ত সার্ভিস গুলো বন্ধ/off থাকে।তাহলেই আপনার মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত হবেেএবং থাকবে বেশি সময়।
No comments:
Post a Comment