Monday, January 11, 2021

অন্তরের যেসব কাজ নামাজে খুশু নষ্ট করে:

নামাজের মধ্য জেনেশুনে অপ্রাসঙ্গিক কথা বার্তা চিন্তা বা খেয়াল করলে নামাজের একাগ্রতা নষ্ট হয়ে যায়।তবে অনিচ্ছাসত্ব ভাবে কোন চিন্তা মনে জাগলে জাগতে পারে। মানুষের এটা স্বাভাবিক ব্যাপার । কেননা মানুষের  মনে ওসওয়াসা দিয়ে নামাজের একাগ্রতা নষ্ট করার জন্য সর্বদা চেষ্টায় নিয়োজিত থাকে । এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন নামাজের জন্য যখন আযান দেওয়া হয় তখন শয়তান ফিঠ ফিরিয়ে বাত কর্ম করতে করতে পালাতে থাকে, যাতে সে আযানের ধ্বনি না শুনতে পায়। অতঃপর যখন আযান শেষ হয় তখন ফিরে আসে ।

অন্তরের যেসব কাজ নামাজে খুশু নষ্ট করে:
অন্তরের যেসব কাজ নামাজে খুশু নষ্ট করে:


আবার যখন ইকামত দেওয়া হয় তখনও আবার পিঠ ফিরিয়ে পালাতে থাকে, আবার যখন ইকামত শেষ হয়, তখন আবার শয়তান ফিরে আসে, এবং নামাযে খুশু নষ্ট করার জন্য খটকা দিতে থাকে, সে বলে অমুক বিষয় খেয়াল করো। অমুক অমুক বিষয়ে খেয়াল করো- যেসব বিষয় তার মনে ছিল না।অবশেষে সে নামাজ এরুপ অমনোযোগী হয়ে যায় যে সে বলতে পারে না কত রাকাত নামাজ পড়েছে। -(রাবী আবু হুরাইরা-বুখারী-মুসলিম)

No comments:

Post a Comment

একটি সফল NFT(এনএফটি) প্রজেক্ট ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস।।

একটি সফল এনএফটি ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস অনেক এনএফটি নির্মাতা এবং ডিজিটাল শিল্পীরা মনে করেন যে তাদের যা করতে হবে তা হ'ল একটি...