Saturday, November 6, 2021

মোবাইলে টি-20 ক্রিকেট দেখুন লাইভ!!একদম ঝামেলা ছাড়া।।

হ্যালো ভিউয়ারস! কেমন আছেন?আজকে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইলের মাধ্যমে কোন অ্যাপ ডাউনলোড ছাড়াই টি-টোয়েন্টি ক্রিকেট লাইভ দেখতে পারেন। 
খুব সহজেই।।একদম ঝামেলা ছাড়াই। শুধুমাত্র নিচে উল্লেখ করা লিংকটিতে ক্লিক করে দেখতে থাকুন টি-টোয়েন্টি ক্রিকেট লাইভ।

5 comments:

  1. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    ReplyDelete
  2. নামহীনMarch 18, 2022 at 4:08 PM

    এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    ReplyDelete
  3. নামহীনJuly 27, 2022 at 5:41 PM

    এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    ReplyDelete
  4. নামহীনAugust 2, 2022 at 6:39 PM

    মডেল পরীক্ষা
    দ্বিতীয় শ্রেণী,বিষয়-গনিত
    পূর্ণমান ১০০, সময় ২ ঘন্টা।

    ১। কথায় লিখ। ০৫
    ৫৮, ৭৯, ৬১,৮৪,৯৯,৬৮, ৫১,৭৭।
    ২। অংকে লেখ পাঁচটি ০৫
    সাতাত্তর ঊনসত্তর, ছাপ্পান্ন,একাশি,ছেষট্টি, নিরানব্বই।
    ৩। জোড় বিজোড় সংখ্যা আলাদা করো। ০৫
    ৩৯ ২৬ ৫৯ ৭৭ ৮৮ ৭৫ ৬৬ ৪৪ ৬২ ৩৭ ৩০
    ৪। যোগ করো। ১০
    ক) ৫৬+৪৯= খ)৩৮+৫৩=
    গ) ৫৫ ঘ) ৪৭
    ৮০ ৬৬
    --------- ---------
    ৫। বিয়োগ কর। ১০
    ক) ৯৮-৬৭= গ) ৭১-৪৪
    গ) ৭৪ ঘ) ৯৫
    ৪৯ ৬৭
    ---------- --------

    ৬।গুণ কর। ১০
    ক) ৫×৮= খ) ৭×৯= গ) ৭×৭= ঘ)৬×৮=ঙ)৪×৯=
    ৭। মা ও মেয়ের বয়সের যোগফল ৭০ বছর। মেয়ের বয়স ২২ বছর।তাহলে মায়ের বয়স কত ১০

    ৮।৭ এর ঘরের নামতা লেখ। ০৫
    ৯।খালি ঘর পূরণ কর। ১০
    ক)....- ১৯=৪৭
    খ) দৈর্ঘ্য পরিমাপের একক হল..,....।
    গ) ১ মিটার =...............সেন্টিমিটার।
    ঘ) ২৪ ঘন্টা =........,.. দিন।
    ঙ) ১ কেজি =..........,গ্রাম।
    চ) এক মিনিট =........... সেকেন্ড।
    ছ) ওজন পরিমাপের একক হল........।
    জ) বৃহস্পতিবার এর পরের দিন হলো.....,.।
    ঝ) সপ্তমের সংক্ষিপ্ত রূপ হলো........।
    ঞ) তরল পদার্থ পরিমাপের একক হল
    ১০।সত্য মিথ্যা নির্ণয় কর। ১০
    ক) এক ঘন্টা সমান সমান ৬০ মিনিট।
    খ) ৬০ সেকেন্ডে এক ঘন্টা হয়।
    গ) আষাঢ় মাসের পরের মাস হল শ্রাবণ মাস।
    ঘ) ৬৬ একটি বিজোড় সংখ্যা।
    ঙ)৩৯+৩৬=৯৩ ।
    ১১। ত্রিভুজ কি চিত্র এঁকে দেখাও। ০৫

    ১২।প্রশ্নের অংক।( যেকোনো তিনটি) ১৫
    ক) মিনা প্রতিদিন একটি বইয়ের ২ পৃষ্ঠা করে পড়ে। সে ছয় দিনে কত পৃষ্ঠা পড়বে?
    খ) আকাশের কাছে ২৪ টাকা ছিল।তার বাবা তাকে কিছু টাকা দেওয়ায় তার ৫৮ টাকা হল। তার বাবা কত টাকা দিয়েছিল তাকে?
    গ) রাজুর বাবা এক সপ্তাহে ৬ দিন কাজ করে। তিনি সাত সপ্তাহে কতদিন কাজ করেন?
    ঘ) একটি শ্রেণিকক্ষে প্রতিটি দলে ৮জন করে শিক্ষার্থী আছে।যদি ৬ টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে?
    ঙ)চারটি বক্সের প্রতিটিতে ৮ টি করে চকলেট আছে।সেখানে কতগুলো চকলেট আছে?

    ReplyDelete
  5. মডেল পরীক্ষা
    দ্বিতীয় শ্রেণীর
    বিষয় বাংলা
    পূর্ণমান ১০০ সময় ২ ঘন্টা
    ১।শব্দার্থ লিখ ১০টি ১০
    বেশ,ফের, মুগ্ধ,ঝাকরা,সৎপথ,কণ্ঠ,সুরেলা,রহমান খামার,গোয়াল,দানা।
    ২। বাক্য গঠন করো।পাঁচটি ১০
    নবান্ন, উৎসব,রূপালী, ক্ষতি, খামারে,ধরণী, প্রার্থনা।
    ৩। যুক্তবর্ণ ভেঙে লেখ। (পাঁচটি) ১০
    জ্যৈষ্ঠ ফাল্গুন আশ্বিন গ্রীষ্ম হাম্বা কন্ঠ মুগ্ধ স্বজন
    ৪। ট্রেন কবিতাটি কবির নাম সহ ১২ লাইন লেখ। ১০
    ৫। শূন্যস্থান পূরণ কর।পাঁচটি। ১০
    ক) বৈশাখ ও জৈষ্ঠ মাস মিলে হয়........ ঋতু ।
    খ) রাতের আকাশে............চাঁদ দেখা যায়।
    গ) স্রষ্টার আরেক নাম.............।
    ঘ).............. কালে নবান্ন উৎসব হয়।
    ঙ) আমাদের............ফুলে ফলে ভরা।
    ৬। বিপরীত শব্দ লেখ -পাঁচটি।
    ছোটা, দেশ, নানা, মামা, সাদা, গরম। ১০
    ৭। ডান বাম মিল কর । ১০
    বর্ষাকাল জাতীয় কবি
    শরৎকাল হাম্বা হাম্বা ডাকে
    গরু বন
    কাজী নজরুল শিউলি ফুল ফোটে
    মাঠ পেরোলে ঝমঝম বৃষ্টি নামে
    ৮। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ৫টি ৩০
    ক) গ্রামের পাশের নদীটির নাম কি? মতি বিবি কি বেঁচে টাকা পান?
    খ) কবিতায় কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন এবং কেন?
    গ) আমাদের জাতীয় কবির নাম কি? আমরা কেমন পথে চলতে চাই?
    ঘ) ট্রেন কেমন শব্দ করে থামে? ট্রেন কোথায় ঘুরে বেড়ায়?
    ঙ) কখন নদী পানিতে ভরে যায়? বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে?
    চ) সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙ্গে? দুখু দেখতে কেমন ছিল?

    ReplyDelete

একটি সফল NFT(এনএফটি) প্রজেক্ট ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস।।

একটি সফল এনএফটি ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস অনেক এনএফটি নির্মাতা এবং ডিজিটাল শিল্পীরা মনে করেন যে তাদের যা করতে হবে তা হ'ল একটি...