Monday, June 22, 2020

এ্রয়ারড্রপ (Airdrop) কি এবং কীভাবে Airdrop থেকে মাসে ২০০০০/টাকা ইনকাম করবেন ইনভেষ্ট ছাড়া।।

এয়ারড্রপ (Airdrop) কি ?

যারা  Coin market/Cryptocurrency নিয়ে কাজ করেছেন তারা এয়ার ড্রপ কি তা খুব সহজেই বুজবেন ।মূলত নতুন কোন ক্রিপ্টোকারেন্সি বা অন্য কোন প্রজেক্ট লান্চ হলে তারা একটি নির্দষ্ট সংখ্যক টোকেন বা কয়েন মার্কেটে ছাড়ে।নতুন এই কয়েনটির প্রচারের জন্য উক্ত কোম্পানি কিছু পরিমান কয়েন সাধারন মানুষকে ফ্রী দিয়ে থাকে তাদের কোম্পানিকে শোষাল মিডিয়ায় প্রমট/প্রচার করার বিনিময়ে।যা পরে ইথার বা বিটকয়েনে কনভার্ট করে আপনি টাকা বিকাশ/রকেটে নিতে পারবেন। সাধারন ভাবে বলা যায় যে যখন নতুন কোন Cryptocurrency (ক্রিপ্টোকারেন্সি) প্রযেক্ট ড্রপ হয় বা লান্চ তখন  এই প্রকৃয়াকেই সাধারন ভাষায় Airdrop বলা হয় ।এই প্রকৃয়া টি নিয়ন্ত্রিত হয় একটি ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে।
airdrop,bitcoin
Airdrop Project

  ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ যখন কোনও ব্লকচেইন (Blockchain) সংস্থা তাদের টোকেন/কয়েন (সাধারণত)   বিনামূল্যে দিয়ে থাকে। এখন আপনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন টোকেন এবং একটি মুদ্রার মধ্যে পার্থক্য কী? এবং কেন তারা নিখরচায় দিচ্ছেন? 

যখন ক্রিপ্টোকারেন্সি অন্য ব্লকচেইনের উপর যেমন ইথেরিয়াম, এনইও বা স্টেলারকে স্মার্ট চুক্তির মাধ্যমে তৈরি করা হয় তখন আমাদের জন্যও বিনামুল্যে   কিছু টোকেন থাকে। তারা এগুলি বিনামূল্যে প্রদান করছে কারণ তাদের কাছে একটি নতুন প্রকল্প রয়েছে এবং ফ্রী টোকেন এয়ারড্রপগুলির প্রচারের দুর্দান্ত উপায়। ক্রিপ্টো এয়ারড্রপগুলি ব্লকচেইন প্রকল্পের সামাজিক নেটওয়ার্ক সচেতনতা বাড়ানোর ভালো উপায়।

আরো পড়তে পারেন :

বিনামূল্যে কয়েন উপার্জনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে কিছু সামাজিক কাজ করতে হবে। সাধারণত এর অর্থ -টুইটারে প্রকল্পটির অনুসরণকরা, অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যোগদান করা,ফেজবুকে লাইক ও শেয়ার করা ইত্যদি। কিছু ক্ষেত্রে ব্লকচেইন প্রকল্প তাদের আপনার ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে বলছে, এটি কেওয়াইসি (আপনার গ্রাহককে জানুন) হিসাবে পরিচিত। 

Crypto airdrop কে ৩ ভাগে ভাগ করা যেতে পারে-
  • Bounty airdrop-Just social tasks.
  • Holder airdrop-you should hold those cryptocurrencies.
  • Forked airdrop-new blockchain project.

ক্রিপ্টো কারেন্সি কি?

Cryptocurrency (ক্রিপ্টোকারেন্সি) ক্রিপ্টো মানে গোপন আর কারেন্সি মানে হলো মুদ্রা এক কথায় গোপন মুদ্রা ।একে ইলেকট্রনিক কারেন্সি ও বলা হয়ে থাকে।যা ব্লকচেইনের গুপ্ত সংকেতের মাধ্যমে পরিচালিত হয় ।যেমন এটিএম বুথ ।যদিও বিভিন্ন দেশে এই ধরনের লেনদেন কে বৈধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি ।Cryptocurrency (ক্রিপ্টোকারেন্সি) এর উল্লেখ যোগ্য মুদ্রা গুলো হলো 
  • Bitcoin
  • Ethereum
  • XRP
  • EOS
  • Litecoin
  • Stellar
  • many more coin
  ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ যখন কোনও ব্লকচেইন (Blockchain) সংস্থা )তাদের টোকেন/কয়েন (সাধারণত)   বিনামূল্যে দিয়ে থাকে। এখন আপনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন টোকেন এবং একটি মুদ্রার মধ্যে পার্থক্য কী? এবং কেন তারা নিখরচায় দিচ্ছেন?

যখন ক্রিপ্টোকারেন্সি অন্য ব্লকচেইনের উপর যেমন ইথেরিয়াম, এনইও বা স্টেলারকে স্মার্ট চুক্তির মাধ্যমে তৈরি করা হয় তখন আমাদের জন্যও বিনামুল্যে   কিছু টোকেন থাকে। তারা এগুলি বিনামূল্যে প্রদান করছে কারণ তাদের কাছে একটি নতুন প্রকল্প রয়েছে এবং ফ্রী টোকেন এয়ারড্রপগুলির প্রচারের দুর্দান্ত উপায়।

কারন একটা নতুন কয়েন যত বেশি প্রচার হবে তত বেশি লোকে জানবে ও কিনবে ।যেমন একসময়ের ১টি  বিটকয়েন ১ ডলারেও কেও নিতে চায়নি কিন্ত এখন ১ বিটকয়েন ১০ হাজার ডলারেও কাড়াকাড়ি । ক্রিপ্টো এয়ারড্রপগুলি ব্লকচেইন প্রকল্পের সামাজিক নেটওয়ার্ক সচেতনতা বাড়ানোর দুর্দান্ত উপায়। 

এয়ারড্রপ(Airdrop)  পোগ্রামে জয়েন করার জন্য যা দরকার

যারা নতুন পাঠক তাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি কোন এয়ারড্রপ পোগ্রামে জয়েন করতে চান তাহলে আপনাকে কিছু শোষাল মিডিয়ায়  এ্যাকাওন্ট থাকতে হবে,এবং আপনার যে মিডিয়ায় যত বেশি লাইক ফলোয়ার সেখানে আপনার তত বেশি ডিমান্ড ।যেসব মিডিয়ায় আপনার একাওন্ট থাকা লাগবে, যেমন :-
  • https://www.facebook.com/
  • https://web.telegram. 
  • https://twitter.com/
  • https://www.reddit.com/
  • https://www.instagram.com/
  • https://medium.com/
  • https://steamcommunity.com/
  • https://www.skype.com/en/
  • https://www.linkedin.com
  • https://bitcointalk.org/ 
  • https://mail.google.com/
  • https://www.whatsapp.com/
  • https://www.youtube.com/
  • https://www.twitch.tv/
তবে ভয় পাওয়ার কিছু নেই Facebook, Twitter সহ ৩/৪ টা শোষাল মিডিয়ায় একাওন্ট থাকলেই আপনি কাজ শুরু করতে পারবেন ।

Airdrop program গুলো কোথায় পাবেন ?

তবে একটা কথা মনে রাখবেন সব এয়ারড্রপ পোগ্রাম কিনতু রিয়েল নয় কিছু হবে ফেক।তবে আপনাকে সব প্রজেক্টে জয়েন হয়ে থাকতে হবে যেহেতু আমরা জানিনা কোনটা ফেক আর কোনটা রিয়েল !তবে আমি চেষ্টা করবো আপনি যাতে বেশির ভাগ রিয়েল এ্রয়ারড্রপ (Airdrop) গুলো পান এমন সাইটগুলো দিতে।যেখানে আপনি বিভিন্ন ধরনের শতশত এয়ার ড্রপ পাবেন প্রতিদিন ।এখানে মোবাইল দিয়েও কাজ করে ইনকাম করতে পারবেন ।

এয়ারড্রপ থেকে যেভাবে ইনকাম করবেন?

How to earn From Airdrop ?

আপনি এয়ারড্রপ পোগ্রামে জয়েন হলে যখন উক্ত কোম্পানি ্একটি নির্দিষ্ট সময় পরে আপনার একাওন্টে টোকেন বা কয়েন অটোমেটিক পাঠিয়ে দিবে ।একাওন্ট হতে পারে Myetherwallet বা তাদের রিকোমান্ড কৃত কোন ওয়ালেট।সেটা আপনি যখন জয়েন করবেন তখনই সেখানে অবশ্যই উল্লেখ করা থাকবে ।আপনি শুধু ধারাবাহিক ভাবে তাদের রিকোমান্ড কৃত কাজ গুলো করে যাবেন ।
হয়তো তারা বলবে যে তাদের সাইটটি আপনার ফেজবুুক প্রোফাইলে শেয়ার করতে কিংবা তাদের ফেজবুক প্রোফাইলে লাইক ও ফলো করতে এই ধরনের সিম্পল কাজ  বিভিন্ন ধরনের শোষাল মিডিয়ার মাধ্যমে।তবে আপনি একটা কথা মনে রাখবেন জয়েন করার সাথে সাথে কোন পেমেন্ট পাবেন না এখান থেকে।একটি এয়ার ড্রপ পোগ্রামে জয়েন করতে বেশি সময় লাগেনা ।৫ কে ১০ মিনিট সর্বোচ্চ।তবে ২ বা ৩ মাস পরথেকে আপনি মোটামুটি ১০০০০-২০০০০ পর্যন্ত ইনকাম করতে পারবেন ।  এখানে কোন প্রকার ইনভেষ্ট করা লাগেনা ।আরেকটি কথা আপনার একাওন্ট পাসওয়ার্ড /Private key/Phrase/Address/keystore file (like-myetherwallet) ইত্যাদি রিাপদ স্থানে রাখবেন কারন এটা কোন ভাবেই রিকোভার করা যাবেনা ।নোটপ্যাডে সেভ করে ব্যাকআপ রাখবেন।
ধন্যবাদ লেখাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।
তবে ২ বা ৩ মাস পরথেকে আপনি মোটামুটি ১০০০০-২০০০০ পর্যন্সেত ্ইনকাম করতে পারবেন ।

information sources:https://www.airdropsmob.com/


1 comment:

  1. আমি পতি মাসে ১০০$-২০০$ ইনকাম করে থাকি আপনারা চাইলে আমার টেলিগ্রামে যুক্ত থাকতে পারেন
    @bdearns24

    ReplyDelete

একটি সফল NFT(এনএফটি) প্রজেক্ট ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস।।

একটি সফল এনএফটি ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস অনেক এনএফটি নির্মাতা এবং ডিজিটাল শিল্পীরা মনে করেন যে তাদের যা করতে হবে তা হ'ল একটি...