Monday, May 25, 2020

যেসব কারনে আপনার YouTube Channel টি ব্যান (Suspend) হয়ে যেতে পারে ।। আগেই সতর্ক হোন ।।

আপনি জানেন কি আপনার এত কষ্টে গড়া আপনার YouTube Channel টি হঠাৎ ব্যান বা Temporary /Permanent Suspend হয়ে যেতে পারে,YouTube এর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা YouTube এর অন্য কোন রুলস ব্রেকের কারনে ।যেসব কারন গুলো আপনি আগে থেকে হয়তো  জানতেন না । তবে যদি আগে জানা থাকতো তাহলে হয়তোরা আপনি এ ভূল গুলো কখনোই করতেন না ।
বাংলাদেশের অনেক ইউটিউবার পাওয়া যাবে যারা সফলতার দ্বারপ্রান্তে পৌছেও  YouTube এর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এর কারনে Suspend  হযে গেছেন,তাদের ২/৪ বছরের পরিশ্রম শেষ।  তাই আমাদের সবার উচিত YouTube Channel তৈরি করার আগে এর কমিউনিটি গাইডলাইন মেনে চলা উচিত খুব ভালো ভাবে।

তো আসুন দেখে নেই কিকি কারনে  Youtube Channel ব্যান হয়ে যেতে পারে ।


  1. সেক্সচুয়াল কনটেন্ট
  2. ঘৃনা বা হিংসা ছড়ানো ভিডিও
  3. বিপদজনক/ঝুকিপূর্ন/স্টান্ট
  4. রক্তরন্জিত ভিডিও/ছবি পোষ্ট করা
  5. আক্রমনাত্তক/কুটুক্তি পুর্ন ভিডিও
  6. মিস লিডিং/থাম্বনেইল/বিবরন
  7. কারো ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ করা
  8. কপিরাইট বা অন্যর ভিডিও প্রকাশ 

আরো বিস্তারিত ও ভালোভাবে জানতে নিচের লিংকটিতে ভিজিট করতে পারেন ।

No comments:

Post a Comment

একটি সফল NFT(এনএফটি) প্রজেক্ট ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস।।

একটি সফল এনএফটি ড্রপের জন্য 6 কৌশলগত টিপস এবং ট্রিকস অনেক এনএফটি নির্মাতা এবং ডিজিটাল শিল্পীরা মনে করেন যে তাদের যা করতে হবে তা হ'ল একটি...